আজকের শিরোনাম :

দৌলতপুরে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ১২:২৯

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র সাথে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৪) নামের এক মাদক পাচারকারী নিহত হয়েছে। 

গতকাল রবিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুর্মিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত মাদক পাচারকারী জামালপুর গ্রামের প্রবাসী হাবু ফরাজীর ছেলে। 

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ খান জানান, গতকাল রবিবার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জনের একদল মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এসময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিজিবিকে লক্ষ্য করে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা পাল্টা ৭ রাউন্ড গুলি চালালে প্রায় ২০ মিনিট ধরে চলা গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়। 

পরে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে নিহত মাদক পাচারকারী হায়দুল ফরাজী বলে নিশ্চিত করেছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, পুলিশ নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। 

এবিএন/জহুরুল হক/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ