আজকের শিরোনাম :

রাজারহাটে পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ২০:৪৫ | আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২০:৫৫

বহুল আলোচিত সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৮ দফা দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে ৪৮ ঘন্টা অবরোধের মধ্যে ২৮ অক্টোবর রোববার সকাল থেকে সুষ্ঠভাবে অবরোধ পালন করছে মটর শ্রমিক ইউনিয়ন রাজারহাট উপ-কমিটি।  

আজ রবিবার সকাল থেকে রাস্তার মোড়ে মোড়ে শ্রমিকরা অবস্থান নেয়।

রাজারহাট হইতে তিস্তা, রাজারহাট হইতে কুড়িগ্রাম, রাজারহাট হইতে উলিপুর, রাজারহাট হইতে সেলিম নগর সহ আরকে রোড কুড়িগ্রাম পর্যন্ত বাস-মিনিবাস, অটোরিক্্রা চলাচল বন্ধ ছিল। অবশ্য পূর্বেই অবরোধ সম্পর্কে মাইকিং করে সকল যানবাহন মালিক ও শ্রমিক এবং যাত্রী সাধারণকে অবগত করেছে মটর শ্রমিক ইউনিয়নের নেতারা।  অন্যান্য দিনের চেয়ে সারাদিন যাত্রী ছিল কম। দুর-দুরান্ত থেকে আসা যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। সৃষ্টি হয় চরম ভোগান্তি।

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ