আজকের শিরোনাম :

রাজারহাটে প্রাথমিকের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ২০:৩৭

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে পাইলট প্রকল্পের অংশ হিসেবে উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬টি কিন্ডার গার্টেনের প্রায় ২৩ হাজার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।  

আজ রবিবার সকালে রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সিভিল সর্জন এস এম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার স্বপন কুমার চৌধুরী, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রধান শিক্ষক মো. নুর ইসলাম প্রমূখ।


এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ