আজকের শিরোনাম :

উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে নৌকায় ভোট দিন: মাহমুদ আলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১৪:৪১

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন সারা বিশ্বে সমাদৃত হয়েছে। দেশ এখন বিশ্ব মডেলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পুনরায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। 

আজ রবিবার (২৮ অক্টোবর) বেলা ৯টায় চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী স¤প্রসারণ কাজের ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্Ÿোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন করছে। উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে নৌকায় ভোট দিন। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিপবিস-১ এর জেনারেল ম্যানেজার হরেন্দ্র নাথ বর্মণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ছাত্রলীগ সম্পাদক মো. সিফাত শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়। 

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী মিসেস শাহিন আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম । 

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। 

এছাড়াও প্রধান অতিথি উপজেলার সাতনালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়, হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা, উত্তর পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের উর্দ্ধমূখী স¤প্রসারণ কাজের ফলক উন্মোচন, পশ্চিম সাঁইতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গছাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২টি ত্রাণের ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৮টি কাঁচা সড়কের পাঁকাকরণ কাজের উদ্বোধন করেন। 

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ