আজকের শিরোনাম :

জয়পুরহাটে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১৩:২৮

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটে পরিবহন শ্রমিকদের কর্ম বিরতি চলছে সকাল থেকে। 

জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আজ রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে ৪৮ ঘন্টা এ কর্মবিরতি চলাকালে জেলায় যাত্রীবাহি বাস, মিনিবাস, ট্রাক ও ট্যাংক লরিসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে কেন্দ্র থেকে এ কর্মসূচি প্রত্যাহার হলে আবারো শুরু হবে যানবাহন চলাচল। 

এদিকে বাস মিনিবাস চলাচল না করায় জেলা থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে কষ্ট আর হয়রানির স্বীকার হচ্ছে যাত্রী সাধারণ। 

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ