আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় রোলারের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১৮:১১

বগুড়ার দুপচাঁচিয়ায় রোলারের চাকায় পিষ্ট হয়ে রহিম বাদশা (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে।  

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার চৌমুহনীর বাবুর বাগান নামকস্থানে রোলারের নিচে পড়ে তিনি শ্রমিক মারা যান।  নিহত রহিম আদমদীঘির শিবপুর গ্রামের শামসুদ্দিন আকন্দের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া-নওগাঁ সড়কের মেরামতের কাজ চলছে।  ঘটনাস্থলে রোলার দিয়ে সড়কে কাজ চলছিল। রহিম বাদশা নামের শ্রমিক রোলারের সামনের চাকায় পানি দেওয়ার সময় পা পিছলে পড়ে যায়।  সঙ্গে সঙ্গে চলন্ত রোলারের চাকায় তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।  দুর্ঘটনার পর পরই রোলারের চালক আব্দুস সামাদ পালিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ পাঠানো হয়েছিল।  নিহতের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ