আজকের শিরোনাম :

আফ্রিকায় নিহত দুই সহোদরসহ তিনজনের দাফন সম্পন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১৫:৫৩

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকান্ডে নিহত সোনাগাজীর দুই সহোদরসহ তিনজনকে আজ শুক্রবার (২৬ অক্টোবর) সকালে তাদের পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে নিহত চার জনের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে দুই সহোদর ও তাদের মামার লাশ গ্রহণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন। 

এসময় বিমান বন্দরে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত অপর ব্যক্তির লাশ তাদের পরিবারের সদস্যরা গ্রহন করে জামালপুরে নিয়ে যায়। 

দাবিকৃত চাঁদা না পেয়ে গত শনিবার দক্ষিণ আফ্রিকার নর্থওয়েষ্ট প্রভিন্সের ব্রিটস শহরে স্থানীয় সন্ত্রাসীরা দোকানে আগুন লাগিয়ে দিলে চার জন নিহত হয়। 

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের আবুল খায়ের সওদাগরের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও মোশারফ হোসেন (২৮),তাদের মামা দাগনভুঞা পৌরসভার ৫নং ওয়ার্ডের জগতপুর গ্রামের বজলের রহমানের ছেলে মমিনুল হক (৫০) ও জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চর পলিশা এলাকার বেতমারি গ্রামের মাহফুজুর রহমানের ছেলে ইব্রাহিম খলিল। 

নিহত দুই সহোদরের লাশ বৃহস্পতিবারে গভীর রাতে গ্রামে বাড়িতে আনা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে রাতের নিস্তব্দতা ভেঙে শোকের আবহ তৈরি হয়। 

আজ শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সোনাগাজী-দাগনভুঞা উপজেলার সিমান্তে ফাজিলের ঘাট বাজারের জামে মসজিদের সামনে নিহত তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্যসহ অংশগ্রহণ করেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আনাম, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, দাগনভুঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহেল পাঠনসহ দুই উপজেলার বিপুল সংখ্যক শোকার্ত জনতা। 

জানাজা শেষে তিনজনকে স্ব-স্ব পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। 

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ