আজকের শিরোনাম :

কালীগঞ্জে মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে ঢাবি তিন শিক্ষার্থীর প্রচারাভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ১৪:২২

“পুতুল খেলার বয়স আমার বিয়ে দিও না, আইন আমার সাথে আছে ভুলে যেও না”। “ছাত্র যুবক মিলাও হাত, মাদক ব্যাধি নিপাত যাক”। “সত্য সুন্দর ও জ্ঞানের আলোই নিজেকে জঙ্গী নয় মানুষ গড়”।

এ ধরনের বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী পবন, আল-আমিন ও হ্যাপির উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে  ও সমাজ পরিবর্তনে প্রচারাভিযান শুরু করেছে তারা।

আজ বৃহষ্পতিবার (২৫ অক্টোবর) সকালে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় প্রচারাভিযানে উক্ত শিক্ষার্থীরা প্রোজেক্টেরের মাধ্যমে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ের কুফল এবং তা প্রতিরোধের বিষয়গুলো প্রদর্শন করেন।

এ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মজিদ মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, এমইউ কলেজের দর্শন বিভাগের প্রভাষক আল মাসুদ করিম, ঢাকা বিশ্ববিদ্যায়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের ছাত্র পবন কুমার, আল আমিন এবং চারুকলা বিভাগের হ্যাপি সাহা প্রমুখ।

এবিএন/যবনিকা/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ