আজকের শিরোনাম :

ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ১৮:১১

ময়মনসিংহ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ বিভাগের দশ জন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বুধবার টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এইচ এম লোকমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,

মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত পরিচালক শাহনাজ দিলরুবা খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম। প্রধান অতিথি নির্বাচিত জয়িতাদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন।

বক্তরা বলেন, নারীর ক্ষমতা আনয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম শুরু করেছেন। ২০১৩ সাল থেকে সারা দেশে এ কার্যক্রম চলছে। এরই আলোকে মযমনসিংহ বিভাগে এ বছর পাঁচটি ক্যাটাগরীতে দুটি পর্যায়ে দশ জনকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়েছে।


এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ