আজকের শিরোনাম :

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা : আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৪৮

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হালিম মিয়া (৪৫) নামে এক কৃষকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ অক্টোবর) সকালে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হালিম মিয়া উপজেলার পয়লা ইউনিয়নের ভাতরন্দ্র গ্রামের মৃত আনছের আলীর পুত্র।

আটককৃতরা হচ্ছে, ভাতরন্দ্র গ্রামের রশিদ, হাবিব, জয়নাল। পয়লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানায়, বুধবার সকালে ভাতরন্দ্র এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে পানির সেচ দেওয়ার ড্রেন কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কয়েকজন হালিমকে মারধর করে।

এতে তিনি গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা হালিমকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানায়, কৃষক নিহতের ঘটনায় জড়িত সন্দেহে প্রতিপক্ষের তিনজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ