আজকের শিরোনাম :

বাগমারায় আগামীকাল বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ১৩:২১

প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীর বাগমারা শিকদারীতে তিনদিনের চক্ষু সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (২৫ অক্টোবর) এই বিনামূল্যের চক্ষু সেবা প্রদান করা হবে। 

সকাল ৮টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চোখে ছানি পড়া রোগী অপারেশনের জন্য বাছাই করা, অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হবে। 

পরে নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউণ্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার যথাসময়ে সালেহা ইমারত মেডিকেল সেন্টারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। 

এজন্য রোগীদের আগে নিবন্ধনের প্রয়োজন নেই। দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশেষজ্ঞরা চিকিৎসা সেবা প্রদান করবেন। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত চ্যারিটেবল ফাউণ্ডেশন বহন করবে। 

উল্লেখ্য, প্রতি বছর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের  প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। 

এবিএন/জিল্লুর রহমান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ