আজকের শিরোনাম :

ধর্মপাশায় বাল্যবিয়ে প্রতিরোধে সংলাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১৮:৫৩

সুনামগঞ্জের ধর্মপাশায় সমাজের সকল শ্রেণির অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধে তিন প্রজন্মের সংলাপ ধর্মপাশা পূর্ববাজার স্থানীয় ডিসএসকে অফিসে অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিসএসকে) ‘হ্যালো, আই এম’ (হিয়া) প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সংলাপে বক্তব্য দেন হ্যালো আই এম প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মো. মইনুল হাসান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের যে সকল রীতি-নীতি বাল্য বিয়েকে প্রভাবিত করে, সেই সকল রীতি-নীতি পরিবর্তনে সমাজের কিশোর-কিশোরী, তাদের বাবা-মা, ধর্মীয় নেতা, স্থানীয় নেতাসহ সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করনে প্রতিরোধ গড়ে তোলা। 

এছাড়া বাংলাদেশে বাল্য বিয়ের বর্তমান অবস্থা এবং এর ফলাফল নিয়ে বিশদ আলোচনা করেন আলোচকগণ। 

সংলাপে আরো বক্তব্য দেন ধর্মপাশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইমাম হোসেন, সাংবাদিক সাজিদুল হক সাজু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সালমা আক্তার, ইউপি সদস্য রিপন মিয়া, প্রোজেক্ট এসোসিয়েট উর্মি প্রমুখ। 

এবিএন/ইমাম হোসেন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ