আজকের শিরোনাম :

তাহিরপুরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১৩:৩০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় লক্ষাধিক মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়েছে উপজেলার মৎস্য কর্মকতা। কারেন্ট জালের আনুমানিক মূল্য ৬০হাজার টাকারও বেশি। 

জানা যায়, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন নেতৃত্বে ও তাহিরপুর থানা পুলিশের সহযোগীতায় উপজেলার মাটিয়ান হাওরে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক মিটার কারেন্ট জাল আটক করে। 

পরে সে গুলোকে উপজেলা পরিষদ চত্তরে জনসম্মুখে আগনে পড়ানো হয়। এসময় উপজেলা প্রশাসনের সকল স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলা মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এই উপজেলায় পূর্বে প্রচুর মাছ পাওয়া যেত এখন পাওয়া যায় না। তাই মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

এবিএন/জাহাঙ্গীর আলম ভূঁইয়া/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ