আজকের শিরোনাম :

কালীগঞ্জে নদী থেকে বাঁধ অপসারণ ও অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ২২:০৫

ঝিনাইদহের কালীগঞ্জে বেগবতী নদীতে অভিযান চালিয়ে ৩টি অবৈধভাবে বাঁধ অপসারন ও রাস্তার উপর গাড়ী দাঁড় করিয়ে পার্কিয়ের অপরাধে ৪টি যানবাহনের চালককে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা মোবাইল কোর্ট চালিয়ে এ জরিমানা আদায় ও নদী থেকে বাঁধ অপসারন করেন।

উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, নদীতে বাঁধ দিয়ে স্রোতের গতিপথ বাধা দেওয়া, মাছের অবাধ ও উম্মুক্ত চলাচল নষ্ট করার  খবর পেয়ে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাদির কোল গ্রামের উপর দিয়ে প্রবাহিত বেগবতী নদীতে অভিযান চালানো হয়। সে সময় বেগবতী নদীর মধ্যে দেওয়া ৩ টি অবৈধ বাঁধ অপসারন করা হয়।

একই সময়ে ছোটভাটপাড়া গুলসান মোড় নামক স্থানে রাস্তার উপর অবৈধ ট্রাক পার্কিংয়ের অপরাধে ৪ জন চালককে মোবাইল কোর্ট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারি কমিশনার (ভুমি) যাদব সরকার, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠুসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ