আজকের শিরোনাম :

আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ গ্রেফতার, মামলা দায়ের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ২১:১৮

বরিশালের আগৈলঝাড়ায় এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে থানা পুলিশ।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের মো. সেলিম খন্দকারের ছেলে রাসেল খোন্দকার (২৩) রোববার বিকেলে পয়সারহাট পুলিশ চেকপোস্টে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায় কর্তব্যরত এসআই জামাল হোসেন। এসময় রাসেল খন্দকার নিজেকে বরিশাল ডিআইজি অফিসের সিভিল কর্মকর্তা বলে পরিচয় দিয়ে কার্ড দেখায়।

পরিচয় পত্র দেখে এসআই জামাল হোসেনের সন্দেহ হলে রাসেলকে আটক থানায় নিয়ে আসে।  থানায় তাকে জিজ্ঞাসাবাদে ভুয়া পুলিশ বলে সত্যতা পাওয়া যায়।  গ্রেফতারকৃত রাসেল ভুয়া পুলিশের পরিচয়পত্র ব্যবহার ও সরবরাহের ব্যাপারে পুলিশকে চাঞ্চ্যল্যকর তথ্য প্রদান করেছে।  এই ঘটনায় রবিবার রাতেই এসআই জামাল হোসেন বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।  সোমবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ