আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক নারীর কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ২০:২২

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক নারীর কারাদণ্ড প্রদান করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রতারিত করার অভিযোগে আসমা বেওয়া (৫০) নামের এক নারীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ডপ্রাপ্ত আসমা বেওয়া উপজেলা সদরের ধাপ সুখানগাড়ী এলাকার মৃত মন্টুর স্ত্রী।

আজ সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এসএম জাকির হোসেন কারাদণ্ডের এ আদেশ দেন।  তিনি জানান, ১৮৭৯ সালের টাউট আইনের ৬ ধারায় এ কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল কুদ্দুস, ডা: নাহিদ হাসান, থানার এসআই আব্দুস সালাম প্রমুখ।

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ