রাইস মিলের আড়ালে পলিথিন ফ্যাক্টরী র‌্যাবের অভিযানে আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ২০:০৫

ময়মনসিংহের ভালুকায় র‌্যাব ১৪ এর একটি দল ভালুকা পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে একটি নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরীর কাঁচামালসহ ৩ শ্রমিককে আটক করেছে।  

জানা যায়, গতকাল রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ র‌্যাব ১৪,র মেজর শেখ নাজমুল আরেফীন সঙ্গীয় ফোর্স নিয়ে হাজী সিরাজুল ইসলামের সিনহা অটোরাইস মিলের পিছনে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মকবুল হোসেনের ছেলে ওবায়দুল হক বাবু (৩৬) একই উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে আনারুল ইসলাম (২৮) ও হালুয়াঘাট উপজেলার আঃ আজিজের ছেলে ইছমাইল হোসেন (১৮) কে আটক করে। এ সময় কারখানা মালিক সিরাজুল ইসলাম ও রিফাত নামে এক সহযোগী পালিয়ে যায়।

 র‌্যাব ১৪,র মেজর শেখ নাজমুল আরেফীন জানান, রাইস মিলের আড়ালে দীর্ঘদিন ধরে কারখানা মালিক নিষিদ্ধ পলিথিন তৈরী করে আসছিলো, তারা ওই কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরীর কাঁচামাল সহ ৩ শ্রমিককে হাতেনাতে আটক করেছেন।

এ ব্যাপারে ভালুকা থানায় একটি মামলা দায়ের হয়েছে।  জব্দকৃত মালামাল ও কারখানা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবদ্দীনের জিম্মায় রাখা হয়েছে।  

এবিএন/জাহিদুল ইসলাম খান/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ