মেলান্দহে নিরাপদ সড়ক দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ১৭:১৮

আজ সোমবার (২২ অক্টোবর) বেলা ১১টায় সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়।  এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

 নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মেলান্দহ শাখা এর আয়োজন করে। নিসচার সভাপতি এ্যাড. ফকির মজনু শাহ র‌্যালীর নেতৃত্ব দেন। নিসচার কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কসহ উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ওসি তদন্ত এম.এ. বারী, বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা, পৌর আ.লীগের সভাপতি-নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, নাংলা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল, নিসচার সহসভাপতি মোজাম্মেল হক মাস্টার এবং সাধারণ সম্পাদক সরকার মো. জহুরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে একাত্বতা ঘোষণা করেন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ সরকার মো. আ: সালাম বকুল, এ্যাড. আলতাফুর রহমান, শ্যামপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাস্টার, বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল শফিউল আলম স্বপন,

আদ্রা ইউনিয়ন আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, যায়যায়দিনের সাংবাদিক শাহীন আলম, সংবাদের সাংবাদিক ছামিউল ইসলাম ও ফটোসাংবাদিক জিল্লুর রহমান রতনপ্রমুখ।


এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ