আজকের শিরোনাম :

মেধাবী সেই নুর আলমের মেডিকেলে পড়ার দায়িত্ব নিলেন “ফ্রেন্ডস ৯৭”

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ২০:৪৯

বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ নুর আলমের মেডিকেল কলেজে লেখাপড়ার দায়িত্ব নিলেন এসএসসি ১৯৯৭ ব্যাচের “ফ্রেন্ডস ৯৭”।  

গতকাল শনিবার রাতে প্রেসক্লাব চিলমারীর সভাকক্ষে নুর আলমের হাতে মেডিকেলে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন ফ্রেন্ডস ৯৭ এর পক্ষে মোঃ জাহিদ আনোয়ার পলাশ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার উপস্থিত ছিলেন।  

অন্যান্যের মধ্যে মেঘনা ভাসমান তেল ডিপোর ডিপো সুপার মোঃ আবু সাঈদ,প্রেক্লাব সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, সাধারন সম্পাদক সহঃ অধ্যাপক মামুন অর রশিদ, সদস্য সহঃ অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক আঃ রহিম দুলাল, কার্যকরী সদস্য মঞ্জুরুল আহসান, সাংগঠনিক সম্পাদক আঃ লতিফ মেহেদী, অর্থ সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু,প্রধান শিক্ষক মিজানুর রহমান সোহেল,সহকালী শিক্ষক আলিমুল রাজি রানু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮অক্টোবর বিভিন্ন দৈনিক প্রত্রিকায় “অর্থাভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত নুর আলমের” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি ফ্রেন্ডস ৯৭ এর কর্ণধর অতিরিক্ত জেলা প্রশাসক(দিনাজপুর) মোঃ বজলুর রশিদের দৃষ্টি গোছর হয়।  পরে তিনি ফ্রেন্ডস ৯৭ এর বন্ধুদের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে নুর আলমের মেডিকেলে পড়ার দায়িত্বভার গ্রহনের ঘোষনা দেন।  শনিবার ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন।  এর আগে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ পরিবার থেকেও ওই ছাত্রকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ