আজকের শিরোনাম :

কালীগঞ্জে ৬টি বোমাসহ দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৭:২২

ঝিনাইদহের কালীগঞ্জে রবিউল ইসলাম (৪০) ও রাশেদ মন্ডল (৩৯) নামের দুই বিএনপি’র কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 আজ রবিবার ভোর রাতে উপজেলার অনুপমপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বটতলার নীচে বসে নাশকতার পরিকল্পনা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।  এ সময় সেখান থেকে ৬টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই বিএনপি কর্মীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।  এ ঘটনায় কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার জাহিদুল ইসলাম বাদি হয়ে ১৬ জন জামায়াত-বিএনপির কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি একটি মামলা করেছেন।  

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, জামায়াত-বিএনপির একটি সঙ্গবদ্ধ দল নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশে সেখানে অভিযান চালায়।

 সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও পুলিশ নগর চাপরাইল গ্রামের আব্দুল করিমের ছেলে রবিউল ইসলাম ও আড়ুয়া শলুয়া গ্রামের মৃত বাকের ম-লের ছেলে রাশেদ মন্ডলকে গ্রেপ্তার করে।

 সে সময় ঘটনাস্থল থেকে ৬ টি হাতবোমা উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

 

এবিএন/যবনিকা/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ