আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৭:১৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার দুপুরে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশন।

শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, গতকাল দুপুরে শহরতলীর ইছবপুর এলাকায় জনৈক প্রশান্ত দেবের বাড়িতে ঢুকে পড়ে অজগরটি।  এ সময় স্থানীয় লোকজন সাপটিকে অাটকে রাখে।

পরে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে অাসেন।

পরিচালক সজল দেব জানান, অজগরটির দৈর্ঘ্য ১০ ফুট এবং ওজন ১৫ কেজি। তিনি অারো জানান, সুবিধাজনক সময়ে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে।

খাদ্যের সন্ধানে অজগরটি বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে বলে ধারনা করছেন পরিচালক সজল দেব।

এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ