আজকের শিরোনাম :

কাউখালীতে পুলিশি বাঁধায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট পণ্ডের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৬:৫২

পিরোজপুরের কাউখালীতে আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পুলিশী বাঁধায় পণ্ডের অভিযোগ উঠেছে।  গতকাল শনিবার বিকেলে স্থানীয় চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এর উদ্যোগে এ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা পুলিশি বাঁধার মুখে পড়ে পণ্ড হয়ে যায়।

সন্ধায় এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ এ অভিযোগ করেন।  কাউখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলার ৪নম্বর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী হাইস্কুল মাঠে গতকাল শনিবার বিকেলে খেলার উদ্বোধন করতে আমন্ত্রিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ খেলার মাঠে পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। নেতৃবৃন্দ পুলিশকে বাধার কথা জিজ্ঞেস করলে অজ্ঞাত কারন দেখিয়ে মাঠে শেখ রাসেল ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে না বলে সাফ জানিয়ে দেয় পুলিশ।

এক পর্যায়ে পুলিশি বাধা উপেক্ষা করে খেলা উদ্বোধন করতে গেলে খেলার মাঠে গেলে পুলিশের সাথে বাক বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ লাঞ্ছিত হন।  এমন অবস্থায় টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

সংবাদ সম্মেলনে তদন্ত সাপেক্ষে পুলিশি এমন আচরণের  বিচার দাবি করে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইউম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, ইউপি চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ খান খোকন, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ মিল্টন, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান লিখন, জেলা শ্রমিকলীগের নেতা আবদুস ছালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান শাওন, সভাপতি মৃদুল আহম্মেদ সুমন প্রমূখ।

এ অভিযোগের বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান টুর্ণামেন্ট পণ্ডের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কোন খেলা পণ্ড করেনি। ওই টুর্ণামেন্ট আয়োজন নিয়ে বিবাদমান দুই পক্ষে উত্তেজনা ছিল। এক পক্ষ স্কুলের তালা ভেঙ্গে টুর্ণামেন্ট উদ্বোধনের চেষ্টা করলে বিশৃংখলা দেখা দেয়।  ফলে শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে পুলিশ বিশৃংখলাকারীদের নির্বৃত্ত করেছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ