আজকের শিরোনাম :

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সিলেটের মিটার রিডাররা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ১৬:৩১

চাকুরী নিয়মিতকরণ, সকল সনদধারীকে পূর্বের নিয়মে পুনর্বহাল, কাজের পরিধি কমানো সহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর মিটার রিডার এবং মেসেঞ্জার পদে কর্মরতরা।


আজ রবিবার (২১ অক্টোবর) সকাল থেকে নিজ নিজ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।

গত ১৫ অক্টোবর থেকে নিয়মিত কর্মবিরতি পালন করলেও রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি সরকার বিরোধী বিএনপি-জামাতপন্থী কিছু কর্মকর্তা নিয়োগ বাণিজ্য’র পায়তারা চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় কাজের পরিধি দ্বিগুণ করে বাড়তি চাপ প্রয়োগ করে চাকুরী থেকে ছাটাইয়ের পরিকল্পনা চালানো হচ্ছে। পূর্বে একজন মিটার রিডার দুই হাজার মিটারের রিডিং ও মেসেঞ্জাররা দুই হাজার গ্রাকের বিল বিতরণ করতেন। বর্তমানে দুটি কাজ একজনকেই করতে হচ্ছে। এদিকে টানা কর্মবিরতির ফলে বিল প্রপ্তি নিয়ে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশংকা দেখা দিয়েছে।

কর্মবিরতি পালনকালে উপস্থিত ছিলেন- অনুজ চৌধুরী, বাহাউদ্দিন, হেমন্ত তালুকদার, কাজল চন্দ্র, সজল চন্দ্র সাহা, অমিত দাস, সাজ উদ্দিন, হানিফ মন্ডল, মোবারক হোসেন, সুমন, সোহেল মিয়া, সত্যেন্দ্র ধর, জিতেন্দ্র, নয়ন, সুনীল, তফজ্জিল, শাহ আলম, জগন্নাথ, আব্দুর রহমান, কামাল, আনোয়ার প্রমুখ।
এছাড়াও সিলেট জেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সকল জোনাল অফিসের মিটার রিডার ও মেসেঞ্জার সদস্যরা অংশ নেন।


এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ