আজকের শিরোনাম :

বাউফলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১৭:৫১

পটুয়াখালীর বাউফলে আব্দুল খালেক মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোট’র বিচারপতি এ.কে.এম জহিরুল হক। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান, মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুষ চন্দ্র দে, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম মিয়া, ঢাকা ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক মো. হাসিবুল ইসলাম নাহিদ, নাজনীন স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. শামীম আনোয়ার প্রমূখ। এ সময়  ৫৯ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোট’র বিচারপতি এ.কে.এম জহিরুল হক মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে ভাল শিক্ষার্থীর অভাব,তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হবে। দেশে দুর্নীতি কোন রিকশা চালক কিংবা শ্রমিক করেন না। দুর্নীতি করেন শিক্ষিত লোকগুলো তাই তোমরা শিক্ষা অর্জন করলে সুশিক্ষায় শিক্ষিত হবে।


এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ