আজকের শিরোনাম :

শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকের ভূমিকা অপরিসীম : এমপি এনামুল হক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১৭:৩৫

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, রাজশাহীর বাগমারায় এক সাথে ৫৪টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নাম ফলক উন্মোচন করা হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়ন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের গুণগত মান বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষকরা সমাজের মুকুট। শিক্ষার্থীদের সঠিক ভাবে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা জাতির কান্ডারী। শিক্ষকরা পারে সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের সঠিক পাঠ দানের উপর। 

আজ শনিবার বেলা ১১টায় উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের নাম ফলকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, দেশে গুণগত শিক্ষার জন্য চাই স্থিতিশীল পরিবেশ। আ’লীগের কারণে দেশে বর্তমানে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের পাশাপাশি বাগমারায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সহ আপামর জনগোষ্ঠীর ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে। বাগমারায় এ রকম উন্নয়ন আর ইতোপূর্বে কখনও সংগঠিত হয়নি। রাজশাহী তথা বাংলাদেশের মধ্যে শিক্ষার দিকে বাগমারা উপজেলা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

 উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় শিক্ষা ক্ষেত্রে বাগমারা কত এগিয়ে। শিক্ষকরায় পারে শিক্ষার এই ধারাবাহিকতা ধরে রাখতে। প্রধান অতিথি আরো বলেন, দেশের আর কোন উপজেলায় এক সাথে এতো শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়নি। 

আ.লীগ সরকার ১০ বছরে প্রত্যন্ত এলাকার যে উন্নয়ন করেছেন তা কল্পনাতিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে এবং পানিয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাাম সারওয়ার আবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহী জোনের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান,  উপ সহকারী প্রকৌশলী আমির আলী দেওয়ান, মচমইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজৃুর রহমান, বাগমারা থানার অফিসার ইনচার্জ নাছিম আহম্মেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও জেলা আ’লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী জজ কোর্টের পিপি এ্যাড.ইব্রাহীম হোসেন, জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মালেক মেহমুদ, ভবানীগঞ্জ পৌর সভার মেয়র আব্দদুল মালেক মন্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দিন মাস্টার, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, 

দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শ্রম সম্পাদক মকবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোল্লাহ এম আলতাফ হোসেন, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, লুৎফর রহমান, সোলাইমান আলী হিরু, আক্তারুজ্জামান বুলবুল, হাতেম আলী, হাচেন আলী, বকুল খরাদী, আব্দুল বারী, ওমর আলী, আব্দুর রশিদ, আকবর আলী, লোকমান আলী, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহার আলী, আব্দুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, 

আব্দুল হাকিম প্রামানিক, আ’লীগ নেতা আজাহার আলী, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম মীর, উপাজেলা কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা মহিলা লেিগর সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, 

সাধারণ সম্পাদক পারভীন বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মালেক নয়ন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন সান্টু, এনামুল হক, আতাউর রহমান পলাশ খাঁন, নাহিদ হাসান প্রমুখ। এসময় উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার যে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের  একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর কাজের নাম ফলক উন্মোচন করা হয়েছে সেগুলো হল নি¤œরুপ।  

ভবানীগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাঁইপাড়া উজচ্চ বিদ্যালয়, সৈয়দা ময়েজ উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়, আলোকনগর মহিলা স্কুল এন্ড কলেজ, নাজিরপুর উচ্চ বিদ্যালয়, কামারবাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পানিশাইল উচ্চ বিদ্যালয়, মন্দিয়াল উচ্চ বিদ্যালয়, বানইল ইচ্চ বিদ্যালয়, অর্জুণপাড়া উচ্চ বিদ্যালয়, সুলতানপুর উচ্চ বিদ্যালয়, গোরসার উচ্চ বিদ্যালয়, চেউখালী উচ্চ বিদ্যালয়, রনশীবাড়ী উচ্চ বিদ্যালয়, মাড়িয়া উচ্চ বিদ্যালয়, কোনাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়, তাহরেপুর রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, খালগ্রাম উচ্চ বিদ্যালয়, একডালা উচ্চ বিদ্যালয়, 

গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়, সালেহা-ইমারত গার্লস একাডেমি, বৈলসিংহ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভটখালী উচ্চ বিদ্যালয়, কাচারীকোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়, শংকরপৈ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জামালপুর উচ্চ বিদ্যালয়, বাগান্না উচ্চ বিদ্যালয়, চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়, কোন্দা উচ্চ বিদ্যালয়, মচমাইল বালিকা উচ্চ বিদ্যালয়, কাতিলা সবুজ সংঘ হাইস্কুল ও কলেজ,

 গোপালপুর ইসলামীয়া আলিম মাদ্রাসা, হাট-দামনাস দ্বীমুখী দাখিল মাদ্রাসা, ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসা, উত্তরএকডালা দাখিল মাদ্রাসা, কুদাপাড়া আহাদিয়া দাখিল মাদ্র্রাসা, ঝিকরা ইসলামীয় দাখিল মাদ্রাসা, যাত্রাগাছী ফাজিল মাদ্রাসা, ভবানীগঞ্জ ইসলামীয়া ফাজিচল মাদ্রাসা, বড় বিহানালী দাখিল মাদ্রাসা, বাড়িগ্রাম দাখিল মাদ্রাসা, কোনাবাড়িয়া দাখিল মাদ্রাসা, ভাটখালি ইসলামীয়া আলিম মাদ্রাসা, কর্নিপাড়া সাদোপাড়া দাখিল মাদ্রাসা, সোনাডাঙ্গা ভরট্ট আলিম মাদ্রাসা, কুশলপুর দাখিল মাদ্রাসা,বুজরুককৌড় দাখিল মাদ্রাসা, ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ, পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ এবং মচমইল ডিগ্রী কলেজ।


এবিএন/জিল্লুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ