আজকের শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১৫:০০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী কান্তিভীটা সীমান্তে বিএসএফ এর গুলিতে গোলাম রব্বানি (২৮) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ শনিবার ভোরে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ গুলিতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানি বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ক্যাম্পেরহাট গ্রামের পসির উদ্দীনের ছেলে।

বালিয়াডাঙ্গী পাড়িয়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোলাম রব্বানি সহ আরো বেশ কয়েকজন গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে কান্তিভীটা সীমান্তের ৩৮৯ নং পিলার সংলগ্ন তারকাটা অতিক্রম করে। 

এসময় ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী হাটখোলা ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে অন্যান্যরা পালিয়ে গেলেও গোলাম রব্বানি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ব্যাপারে বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়েছে এবং লাশ ফেরত আনতে দুই দেশের ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে।

 

 

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ