আজকের শিরোনাম :

সিলেটে পুলিশি বাধায় বিএনপির সভা স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ২২:৩০

সিলেট মহানগর বিএনপি’র ডাকা প্রস্তুতি সভা স্থগিত করেছে দলটি।  নেতাদের দাবি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় সভা স্থগিত করা হয়েছে।  

তবে বিএনপির নেতকর্মীদের কার্যালয়ে ঢুকতে বাধা প্রদানের বিষয়টি অস্বীকার করেছেন সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম।  আগমী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভার আয়োজন মহানগর বিএনপি।

আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ভাতালিয়ায় মহানগর বিএনপির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।  কিন্তু বিকেল থেকে কার্যালয়ের সড়কের দুই পাশে দুটি ভ্যান নিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা।  সড়কে পুলিশ অবস্থান নেওয়ায় খবর পেয়ে বিএনপি নেতাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক দেখা দেয়। ফলে সভায় যোগ দিতে কার্যালয়ে যাননি কেউ। অনেকে সড়ক থেকেই ফিরে আসেন।

সিলেট মহানগর বিএনপি’র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নেওয়ায় আমরা সভাটি স্থগিত করেছি। ফোনে নেতাদের আসতে না করেছি। তারপরও অনেকে এসেছিলেন। তাদের কার্যালয়ে ঢুকতে পুলিশ বাধা দিয়েছে।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নাশকতার খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিলো। তবে বিএনপির কার্যালয়ে যেতে কাউকে বাধা দেওয়া হয়নি।

এবিএন/মুহাজিরুল ইসলাম রাহাত/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ