আজকের শিরোনাম :

রাজারহাটে জাল নোট প্রতিরোধ বিষয়ক কর্মশালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১৯:০১

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ ব্যাংক রংপুর এর অর্থায়নে এবং সোনালী ব্যাংক রাজারহাট শাখা লি. এর সার্বিক তত্ত্বাবধানে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে কুড়িগ্রাম সোনালী ব্যাংক লি. এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিয়াউল ইসলাম আনোয়ারী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল হাসেম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান, রাজারহাট থানার ভারপ্রাপ্ত ওসি মো. মনিবুর রহমান, রাজারহাট সোনালী ব্যাংক লি. এর ম্যানেজার (চলতি দায়িত্বে) আহাম্মদ আলী। উক্ত ওয়ার্কশপে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-পরিচালক আব্দুল আজিজ প্রামানিক।  ওয়ার্কশপে সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

এবিএন/রনজিৎ কুমার রায়/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ