আজকের শিরোনাম :

মা ইলিশ রক্ষায় অবরোধ দশমিনায় ৩ জেলের কারাদণ্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১৮:৪৩

পটুয়াখালীর দশমিনা উপজেলার ঢনঢনিয়া এলাকায় তেতুঁলিয়া নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস এ আদেশ দেন।

কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের আঃ মন্নান সিকদারের ছেলে মোঃ মনির সিকদার(৩০), একই গ্রামের শহিদ মোল্লার ছেলে খলিল মোল্লা (৩২) ও দশমিনা ইউনিয়নের কাউনিয়া গ্রামের মোঃ সামচুল হক কাজীর ছেলে মোঃ ইমরান কাজী (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার তেতুঁলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোঃ সোহাগ ফকির তার সঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে তেতুলিয়া নদীতে টহলরত অবস্থায় ঢনঢনিয়া এলাকায় ওই জেলেসহ কয়েকজন জেলে নদীতে মা ইলিশ ধরার জন্য কারেন্ট জাল ফেললে নৌ পুলিশ তাদেরকে ধাওয়া করে।  

এ সময় অন্যান্য জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও উপরোক্ত জেলেদেরকে জাল নৌকা ও ইলিশসহ আটক করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের কার্যালয় নিয়ে আসেন।  পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শুভ্রা দাস তাৎক্ষনিক মোবাইল কোর্ট বসিয়ে ওই জেলেদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় কারাদণ্ডের আদেশ দেন।
   
এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ