আজকের শিরোনাম :

কয়রায় বিভিন্ন পূজা মন্দিরে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ২১:০৪

কয়রা সদর, উত্তর বেদকাশি, দক্ষিন বেদকাশি, মহেশ্বরীপুর ও আমাদি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডঃ মসিউর রহমান।

আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপদেষ্টা উত্তর বেদকাশির হাজতখালি দুর্গা পূজা মন্দির, বড়বাড়ি সার্বজনীন মন্দির, ৬নং কয়রা গোবিন্দ জিউ দুর্গা মন্দির দুপুরে কয়রা সদর সার্বজনীন দুর্গা মন্দির, হোগলা দুর্গা মন্দির, বগা সার্বজনীন দুর্গা মন্দির, গিলাবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করে সনাতন হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহসিন রেজা, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, মেম্বর গণেশ চন্দ্র মন্ডল, হরেন্দ্রনাথ সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত ইউপি সদস্য নিলীমা চর্ক্রবর্তী, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটো, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা সহ আওয়ামী লীগ, শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেলে তিনি আমাদি বাজার সার্বজনীন দুর্গা মন্দির, হাতিয়ারডাঙ্গা দুর্গা মন্দিরে পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।  আমাদি ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমীর আলী গাইন, জেলা পরিষদ সদস্য মোঃ হাবিবুল্লাহ, প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার বাইন, আওয়ামী লীগ নেতা ঢালী আঃ সবুর, আমাদি বাজার মন্দিরের সভাপতি অধ্যাপক আশীষ সিনহা সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  
 
এবিএন/শাহিন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ