আজকের শিরোনাম :

ভুরুঙ্গামারীতে ২৫ কর্মকর্তার পদ শূন্য

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৩২

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগে ২৫ টি গুরুত্বপূর্ন কর্মকর্তার পদ দীর্ঘদীন থেকে শূন্য রয়েছে।  এতে প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সেবা নিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাপ্রার্থীদের। বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা সপ্তাহের দু-একদিন এসে এখানে অফিস করেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য বিভাগে ১৮ জন মেডিকেল অফিসারের মধ্যে ১৫টি পদ শূন্য থাকায় সাধারন মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তার গুরুত্বপূর্ন পদটি গত এক বছর থেকে শূন্য। এতে করে ভুমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ।  দীর্ঘদিন থেকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি শূন্য।

এছাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা, পদাবিকের সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী উপজেলা মৎস্য কর্মকতা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার দুটি পদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার পদ দীর্ঘদিন থেকে শুন্য রযেছে।

 এবিএন/এ এস খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ