আজকের শিরোনাম :

দশমিনায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১৮:০৯

পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামে দেশের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ট্রেনিং সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাসের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পটুয়াখালী -৩ (দশমিনা- গলাচিপা) আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ্ব আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা, উপজেলা আ.লীগের সভাপতি আ. আজিজ মিয়া, উপজেলা আ’লীগের সহ সভাপতি কাজী আবুল কালাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মস্তফা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক গৌতম রায়। 

অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, দশমিনা ইউপি সদস্য ও ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বজলুর রহমান মৃধা, ৪নং ওয়ার্ড নিজাবাদ গোপালদী আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। 

বক্তরা বলেন, দক্ষ কারিগর, দক্ষ জনশক্তি তৈরি করতে দশমিনা উপজেলায় উত্তর লক্ষীপুর গ্রামে বর্তমান সরকার ১.৫০ একর জমির উপর ২১কোটি টাকা ব্যয়ে এই কারখানা স্থাপন করলেন। এ কারখানার মাধ্যমে বিশ্ব মানসম্মত প্রতিষ্ঠানিক জ্ঞান অর্জন দেশের ও জাতি উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ। 

 সময় ও যুগোপযোগির ফসল বাস্তবায়ন করতে সংসদ সদস্য আ,খ,ম জাহাঙ্গীর হোসাইন প্রবল চেষ্ঠা চালিয়েছেন। ভাল মানুষ হওয়ার সুব্যবস্থা, উন্নত অঞ্চলের রুপান্তরসহ পরিকল্পিত উন্নয়নে সরকার বিশ্বাসী। দশমিনা উন্নয়নের নতুন ধারা উম্মোচিত হয়েছে। ৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ পরিপূর্ণ্যতা লাভ করবে। তারই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে দশমিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের সুফল এলাকাবাসীসহ দেশবাসি পাবেন। 

 

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ