আজকের শিরোনাম :

সীতাকুন্ডে ৫শ’কোটি টাকা ব্যয়ে স্থাপনা নির্মাণের কাজ দৃশ্যমান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৮, ১৬:২০

সীতাকুন্ডে বর্তমানে ৫শ’ কোটি টাকা ব্যয়ে স্কুল ও মাদ্রাসা ভবন, সাগরের বেড়িবাঁধ,পলিটেকনিক্যাল ও রাস্তা সংস্কারসহ বিভিন্ন স্থাপনা নির্মানের কাজ দৃশ্যমান। 

এসব নির্মাণের কাজ শেষ হলে সীতাকুন্ডের মানুষ অনেক সুফল পাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনাকে সকলের আবার দরকার। অত্র বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নে লক্ষ্যে বুধবার উপজেলা পৌরসভাস্থ পন্থিছিলা উচ্চ বিদ্যায়ে আয়োজিত এক বিশাল অভিভাবক সমাবেশে প্রধান অতিথি দিদারুল আলম এমপি এসব কথা বলেন। 

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুনের সভাতিত্বে ও শিক্ষক অজয় কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. কামরুজ্জামান,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইসহাক,ভাটিয়ারী বিজয় স্মরণী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,২নং বারৈয়াঢালা ইউনিয়ন চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন,কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীমও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ বজলুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক ভূঁইয়া। 

অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন,সীতাকু- মডেল থানার এসআই জাহেদুল ইসলাম জসিম,লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান মিয়া টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এস্কেন্দারসহ অভিভাবক ও অন্যান্য শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ