আজকের শিরোনাম :

পাইকগাছায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ২০:৫০

পাইকগাছায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না’র সভাপতিত্বে “ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” প্রতিপাদ্য বিষয়ের উপর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ স ম বাবর আলী।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  এসএম মোজাহার আলী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, ডল্টন রায় ও কৃষক শ্যামপদ মন্ডল।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য বজায় রেখে ইঁদুর নিধন অভিযান সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ইউএনও জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে ইঁদুর নিধনের স্বীকৃতি স্মরূপ সরল আইপিএম কৃষি ক্লাবকে পুরস্কার প্রদান করা হয়।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ