মতলবে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ২০:২১

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।  বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে হিন্দু-মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে তারই প্রমাণ মতলবে।  ধর্ম যার যার, উৎসব সবার।  আপনারা আপনাদের প্রতিটি ধর্মীয় উৎসব উদযাপন করবেন, মনের আনন্দে।  আর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।  

আগামী বিজয়া দশমীর মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনায় শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হবে। ৫ দিন ব্যাপী সর্ব বৃহৎ শারদীয় দূর্গোৎসবের মহা সপ্তমী পূজায় সকল পূজারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরো বলেন, পূজা চলাকালীন সময়ে কোন দুষ্টচক্রকে প্রশ্রয় দিবেন না। আমাদের পুলিশ প্রশাসনের নজরদারীতে প্রতিটি পূজা মন্ডপ রয়েছে। আজ ১৬ অক্টোবর মতলব শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।  

মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রোটা. তমাল ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন সাহা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, জেলা আওয়ামী লীগের সদস্য আনিছুজ্জামান চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, রিপোর্টাস ইউনিটির সভাপতি গোলাম হায়দার মোল্লা, মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের দূর্গা পূজা মন্ডপ কমিটির সভাপতি সজল ঘোষ, সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার আশিষ, সদস্য উত্তম সরকার, ইন্দ্রজিৎ দাস, বলাই সরকার, মহাদেব ঘোষ, টিটু সাহা, সহদেব দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন।  পরে নেতৃবন্দরা মতলব শ্রী শ্রী জগন্নাথ দেবের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং প্রশংসা করেন।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ