আজকের শিরোনাম :

দুর্গাপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ সমাপ্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১৬:৫০

নেত্রকোনার দুর্গাপুরে ডিএসকে এর হ্যালো আই এম প্রকল্পের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের করণীয় শীর্ষক ২ দিনব্যাপী এক প্রশিক্ষণ শেষ হয়েছে।

ডিএসকে হলরুমে প্রশিক্ষনের সহায়ক হিসেবে ছিলেন, প্রতিষ্ঠানের উপ-পরিচালক আঃ রব পাটোয়ারী ও প্রকল্প কর্মকর্তা রুপন কুমার সরকার।

সমাপনী দিনে আ. রব পাটোয়ারীর সভাপতিত্বে রুপন কুমার সরকার এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাইকেল প্রদীপ বাউল, সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন কাজল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের দেশে গর্ভজনিত জটিলতা ও মাতৃমৃত্যুর অন্যতম কারন হলো বাল্যবিবাহ। তাই সকলকে বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে আহবান জানানো হয়।

 

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ