আজকের শিরোনাম :

গফরগাঁওয়ে ইঁদুর নিধন অভিযান পরিচালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৪৭

‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধংস করে অন্ন সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য ” এই প্রতিপাদ্যের আলোকে গফরগাঁওয়ে ইঁদুর নিধন আভিযান উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে মহিলা বিষয়ক কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি কমিশনার(ভূমি) আশরাফুল সিদ্দিক, গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার পাল, মৎস কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ, হিসাব রক্ষণ কর্মকর্তা মুনজুরুল আহসান,

সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম সারণীক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবা আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, খাদ্য কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার শাখাওয়াত হোসেন প্রমুখ।


এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ