আজকের শিরোনাম :

নরসিংদীতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুই বাড়ি ঘেরাও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১০:৫২ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১১:১৬

নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার রাত ১০টা থেকে মাধবদী পৌরসভার ছোট গদাইয়ের চর গাঙপাড়ের হাজি মো. আফজাল হোসেনের ৭ তলা ‘নিলুফা ভিলা’ এবং তার ২ কিলোমিটার দক্ষিণে শেখেরচরের ভগীরতপুরের কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার ৫ তলা বাড়ি দুটি ঘিরে রাখেন পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।  

নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, সোমবার রাত ১০টার পর থেকে বাড়ি দুটি ঘেরাও করে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট, পুলিশ ও র‌্যাব। মঙ্গলবার ভোরে সোয়াট সদস্যরাও যোগ দিয়েছেন।

এর মধ্যে মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের আফজাল হাজীর বাড়ির ৭ তলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে বলে পুলিশের ধারণা। এদিকে শেখেরচরের ভগিরথপুর বিল্লাল হোসেনের বাড়ির ৫ তলায় এক নারীসহ ২ জঙ্গি অবস্থান করছে বলে খবর রয়েছে পুলিশের কাছে।

দুই বাড়ির কাছাকাছি ফায়ার ব্রিগেডের গাড়ি নিয়ে আসা হয়েছে সকালে। আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের বের হতে নিষেধ করা হয়েছে।

তবে কখন কীভাবে অভিযান শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ