আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে এতিমের সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১০ | আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও শাহজাদপুর প্রেসক্লাবের মরহুম সিরাজুল হকের ৩ এতিম সন্তান ও বিধবা স্ত্রীর প্রায় ২ কোটি টাকা মূল্যের সম্পত্তি কৌশলে দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে অধ্যক্ষ মরহুম সিরাজুল হকের ৩ সন্তান সাদিক আহমেদ তালহা, ফারহানা নওশীন সোনালী, হালিমাতুজ সাদিয়া ও বিধবা স্ত্রী তাজলিন রহমান নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তার স্বামীর ছোট ভাই শামছুল হক বে-আইনী ভাবে স্থানীয় মনিরামপুর বাজারে অবস্থিত নূর সুপার মার্কেট অংশের পাকা ভবনসহ আড়াই শতক সম্পত্তি দখল করে নেয়ার চেষ্টা করছে।

 এ সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। শুধু তাই নয় এ সম্পত্তি দখল করতে আমার স্বামীর মৃত্যুর পর কৌশলে মায়ের অংশ হিসেবে স্বামীর অংশের সন্মুখভাগ থেকে শামছুল হক নিজের নামে লিখে নিয়েছেন। যা তিন ভাইয়ের মধ্যে বাটোয়ারা দলিলের সাংঘর্ষিক।

 এ ছাড়া মিথ্যা কথা বলে স্বাক্ষর নিয়ে ব্যাংক এ্যাকাউন্ট থেকে নগদ ৯৫ হাজার টাকা তুলে নেয়া হয় এবং ব্যবহৃত একটি ট্যাক্সি গাড়ি বিক্রি করে সে টাকাও আতœসাৎ করেছে তিনি।

 এ মূল্যমানের সম্পত্তি হাতিয়ে নিতে আদালতে ৩টা মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছেন। এমনকি ওই সম্পত্তি ছেড়ে না দিলে প্রাণনাশেরও হুমকি দিচ্ছেন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি জিডি করলেও তার কোন প্রতিকার পাচ্ছিনা।

যে কারণে আমি ও আমার ছেলে মেয়ে এখন প্রাণ ভয়ে জীবন যাপন করছি। এ সংবাদ সম্মেলনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, মূল্যবান সম্পদ রক্ষা ও প্রাণ বাচাতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন অধ্যক্ষের স্ত্রী।

এবিষয়ে অধ্যক্ষের ছোট ভাই শামসুল হক বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

তিনি উল্টো অভিযোগ করেন, তারাই আমার সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। এ জন্য আমি এর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট আদালতে মামলাও করেছি।


এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ