আজকের শিরোনাম :

মতলবে ইলিশ বহন করার দায়ে ৩ জনের জেল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৩০

চাঁদপুরের মতলবে ইলিশ বহন করার দায়ে ৩ জেলেকে ১৫ দিনের জেল প্রদান করা হয়েছে। 

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন অভিযান চালিয়ে গতকাল রবিবার (১৪ অক্টোবর) ৩ জেলেকে আটক করে। 

আটককৃত জেলেরা হচ্ছে- ফরাজী কান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. আল আমিন (২৮), জহিরাবাদ ইউনিয়নের দক্ষিণ নেদামদী গ্রামের আলমগীর বেপারীর ছেলে সোহেল রানা (২৭), একই ইউনিয়নের সাড়ে পাঁচানী গ্রামের শহীদ উল্যাহ বকাউল ছেলে মো: মনির হোসেন (৩০)। 

তাদের সকলকে ইলিশ মাছ বহন করার সময় আটক হয়। 

আজ সোমবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত আসামিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ