আজকের শিরোনাম :

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ২শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ১৮:১৭

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির দুই স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী-কর্মচচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আজ রবিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  স্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সেলিম রেজা ও স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

মানববন্ধনে অপরাধীদের শাস্তি ও স্কুলের সামনে ওভারব্রীজ এবং একটি পুলিশ বক্স দাবি করেন আয়োজকবৃন্দ।  এসময় এএসপি রাকিব হাসান স্কুলের সামনে একদিনের মধ্যে স্পিডবেকার দেওয়ার আশ্বাস দেন।  

এবিএন/রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ