আজকের শিরোনাম :

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৩৮

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা ও সাপ্তাহিক বন্ধের কারণে ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবার পর্যন্ত ৬ দিন আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে এসময় এ আখাউড়া-আগরতলা চেকপোষ্ট দিয়ে উভয় দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
 
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল অহাব মিয়া বলেন, দূর্গাপুজা উপলক্ষে দুই দেশের ব্যাবসায়িরা ৬ দিনের জন্য আখাউড়া স্থল বন্দরের পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২১শে অক্টোবর রবিবার থেকে  আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

আখাউড়া চেকপোষ্টের ইমিগ্রেশন কর্মকর্তা মো. পিয়ার হোসেন বলেন, আখাউড়া-আগরতলা চেকপোষ্ট দিয়ে ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত যাত্রীরা যাতায়াত করতে পারবেন। 
 

এবিএন/হান্নান খাদেম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ