আজকের শিরোনাম :

দুর্গাপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ২০:৩৬

নেত্রকোনার দুর্গাপুরে ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পুর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন দুর্যোগ প্রশমন বিভাগ এর আয়োজনে এক র‌্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু, পৌর মেয়র হাজ্বী মওলানা আব্দুল সালাম, একাডেমিক সুপার ভাইজার মো. নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, নেত্রকোনা জেলার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাকে দুর্যোগ পুর্ন এলাকা হিসেবে গন্য করা হয়। প্রতি বছর নানা কারনে দুর্গাপুরে বন্যা ও ঝড় বাদলে ব্যপক ক্ষতি হয়।  নিজেদের একটু সচেতনতায় রক্ষা পেতে জান মাল সহ নানা উপকরণ। দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে নানা কৌশল জানতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।  আলোচনা শেষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের দুর্যোগের কবলে করনীয় বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ