আজকের শিরোনাম :

ফুলবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যানসহ বিএনপি’র ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ২০:১০

ফুলবাড়িয়ায় বিএনপির দলীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৬৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এসআই সেকান্দর আলী বাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান, বাকতা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন, ভবানীপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন, পৌর বিএনপি’র সভাপতি এ কে এম শমসের আলী, সাধারন সম্পাদক আব্দুল্লা হেল মোস্তাক, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সভাপতি আনার সাদত আনার, সাধারন সম্পাদক লুৎফুর কবীর সালেক, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান সোহাগ, সাধারন সম্পাদক হাজানুজ্জামান রাসেল সহ এজাহার নামীয় ৫৪ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামালাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন আইনশৃংখলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আছিম-বাশদী সড়ক সংলগ্ন পরিত্যক্ত সিনেমা হলের সামনে টহলরত অবস্থায় পুলিশের উপর ইটপাকটেল নিক্ষেপ করলে এস আই মোঃ শাহ সেকান্দর আলী, মোঃ সাইদুর রহমান ও এ এস আই সমর দাসসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।  

আহত ৭ পুলিশ সদস্য ঘটনার দিন সন্ধায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানান, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হারুন আল মাকসুদ। ঐ রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আজিজুর রহমান বলেন, সরকার বিএনপিকে কোনঠাসা করতে সারাদেশের ন্যায় ফুলবাড়িয়ার নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এই ভৌতিক মামলা করেছে।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলামের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যপারে কিছুই বলতে পারবেন না বলে জানিয়েছেন।

এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ