আজকের শিরোনাম :

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ২০:০২

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে নানা আয়োজনে পালিত হলো আর্ন্তজাতিক দূযোর্গ প্রশমন দিবস।

এ উপলক্ষে আজ শনিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  সকলের অংশগ্রহনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠানসহ প্রমুখ।  বক্তারা এসময় দূর্যোগ মোকাবেলায় করণিয় এমন বিষয়ের উপর সচেতরতা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

আলোচনর শেষে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্গণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ