আজকের শিরোনাম :

চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৪৬

“কমাতে হলে সম্পদের ক্ষতি বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সিডিডিএফ এর সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস উদযাপন করা হয়েছে।

আজ শনিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।  পরে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

অন্যান্যের মধ্যে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ মোজাফ্ফর হোসেন, সিডিডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ