আজকের শিরোনাম :

বোদায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ১৬:১৯

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের বোদায় আর্ন্তজাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সেখানে এসে শেষ হয়। 

পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. রবিউল ইসলাম, 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। সভায় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

 

এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ