আজকের শিরোনাম :

পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ১৩:৩১

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন আজ শনিবার (১৩ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী শামিম আখতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলী বাসুদেব দে, উপ-সহকারী প্রকৌশলী লতিফুর রহমান ও ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কমল চন্দ্র রায় প্রমুখ।

আলোচনা সভার পূর্বে দুর্যোগের পূর্ব প্রস্তুতির উপর মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল। দুপুরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত চিত্রাঙ্কনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নেয়।

এবিএন/এমএ জলিল সরকার/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ