আজকের শিরোনাম :

কাশিয়ানীতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ২১:৩৮

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে। রায়ের এ ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

আজ বুধবার দুপুর দেড় টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, কাশিয়ানী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শরাফত হোসেন লাবলু, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান মকিমুল ইসলাম মকিম, হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আদালতের রায়কে স্বাগত জানিয়ে অবিলম্বে রায় কার্যকর ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

এবিএন/লিয়াকত হোসেন (লিংকন)/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ