আজকের শিরোনাম :

হাটহাজারীতে ১৬০০শ মিটার জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ২০:৫২

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন হালদা নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু ভাসা এবং ঘেরা জাল জব্দ করেছেন।

গতকাল মঙ্গলবার (৯ অক্টোবর) সকালের দিকে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এবার প্রায় এক হাজার ছয় শত মিটার ভাসা এবং ঘেরা জাল জব্দ করা হয়েছে।  তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।  জব্দ করা জালগুলো সারাদিন রোদে শুকিয়ে বিকালের দিকে উপজেলার গড়দুয়ারা নয়াহাট পুরাতন বাজার সংলগ্ন হালদা পাড়েই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপেজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, আইডিএফ হালদা প্রকল্পের কর্মকর্তা সাদ্দাম হোসেন, হালদা নদী রক্ষা কমিটির সদস্য কামাল সওদাগর সহ স্থানীয় উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

হাটহাজারী উপেজলা নির্বাহী কর্মকতা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/মো.আলাউদ্দীন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ